সিলেটটুডে ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৬ ০৯:৩৪

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ায় এ ঘটনা ঘটে। এ সময় একটি পিস্তল, একটি বোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  
 
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মিরপুর-ভেড়ামারা জিকে ক্যানাল সড়কের গোবিন্দগুনিয়া এলাকায় একদল ডাকাত গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির চেষ্টা করছে- এমন সংবাদে ভিত্তিতে পুলিশের টহল দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে বোমার বিস্ফোরণ ঘটায়।

এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়ে। এতে ডাকাত দলের দুই সদস্য ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল ও তার আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

নিহত দুই ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি কাজী জালাল।

আপনার মন্তব্য

আলোচিত