সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৬ ২০:১২

থাপ্পড় দিয়ে পুলিশের কানের পর্দা ফাটানো সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরে পুলিশ সদস্যকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার মামলার আসামি আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বিমানবন্দর থানা থেকে শরীয়তপুর জেলা পুলিশ তাকে শরীয়তপুর নিয়ে আসে।

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন জানান, মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ আক্তার হোসেনকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেন সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহার কক্ষে যান। সেখানে একটি চিকিৎসা সনদ প্রদান নিয়ে তাঁর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এ সময় সেখানে চিকিৎসা নিতে আসা পুলিশের নায়েক সেলিম মাতুব্বর এর প্রতিবাদ করেন। তখন আক্তার সেলিমকে থাপ্পড় দিলে তাঁর কানের পর্দা ফেটে যায়।

এ ঘটনায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মামলা করেন।

আপনার মন্তব্য

আলোচিত