বেনাপোল প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০১৬ ২৩:৫২

বেনাপোলে ফেন্সিডিল সেবনের সময় র‍্যাব কর্মকর্তাসহ আটক ৩

যশোরের বেনাপোালে ফেন্সিডিল সেবনের সময় এক র‍্যাব কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বেনাপোল পুটখালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- যশোরের কাছারিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ বিন ইসলাম ও যশোরের খালদার রোডের রতন কুমারের ছেলে রনি কুমার ঘোষ। অপরদিকে ফেন্সিডিল সেবনকারী র‍্যাব কর্মকর্তার নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছে বিজিবি।

বিজিবির পুটখালি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল বলেন, "পুটখালি এলাকার একটি পুকুর পাড়ে জঙ্গলের পাশে বসে র‍্যাবের ওই কর্মকর্তা এবং আব্দুল্লাহ ও রনি নামে তিনজন ফেন্সিডিল সেবন করছিলেন। তখন তাদেরকে হাতেনাতে আটক করে বিজিবি।

২১ বিজিবির লেঃ কর্নেল আরিফুর রহমানের কাছে আটক ওই র‍্যাব কর্মকর্তার নাম ঠিকানা জানতে চাইলে তিনি বলেন, "আপনারা সিভিল দুইজনের ঠিকানা নেন। আমি কোম্পানি কমান্ডারকে বলে দিচ্ছি। র‍্যাবের কর্মকর্তার নাম লেখার প্রয়োজন নাই। অফিসিয়ালি তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরো জানান, "আটক অপর দুইজনকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে।"

 

আপনার মন্তব্য

আলোচিত