নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৪:০৫

আমার এমপিতে পরিকল্পনা মন্ত্রীর ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ

জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যকার সংযোগ স্থাপনের লক্ষ্যে ডিজিটাল উদ্যোগ আমার এমপি ডটকমে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী হচ্ছেন প্রথম পূর্ণ মন্ত্রী যিনি এ উদ্যোগে শরিক হলেন।

এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চীফ হুইপ, হুইপ, আইসিটি প্রতিমন্ত্রী সহ অর্ধশতাধিক সাংসদ এ উদোগে নিজেদের সংযুক্ত করেছেন।

পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল তাঁর অফিসিয়াল প্যাডে কাজেম ইবনে আরিফকে তাঁর ‘অ্যাম্বাসেডর’ হিসেবে নিযুক্ত করেন।

আমার এমপি ডটকমের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের সকল সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও অন্যান্য তথ্যের সমন্বয়ে সাজানো আমার এমপি ডটকমে নাগরিকগণ জনপ্রতিনিধিদের প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন। জনগণের এমন প্রশ্নের উত্তর জনপ্রতিনিধিদের কাছ থেকে সংগ্রহের নিমিত্তে প্রত্যেক সংসদীয় আসনের বিপরিতে এক বা একাধিক ‘অ্যাম্বাসেডর’ থাকছেন।

আপনার মন্তব্য

আলোচিত