সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৭ ১২:৩৬

রাজবাড়িতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

পুলিশের কাছে গ্রেপ্তার থাকা  এক ব্যক্তি  ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম মোয়াজ্জেম ফকির (৩২)। বাড়ি উপজেলার পাট্রা ইউনিয়নের মধ্যপাট্রা গ্রামে। বাবার নাম মজিদ ফকির।

পুলিশ জানায়, মোয়াজ্জেম একটি চরমপন্থী দলের নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে পাংশাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হাসান জানান, দুই দিন আগে মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়েছিল। গতকাল রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য গেলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। এতে মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ওসি জানান, এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত