প্রান্ত রনি, রাঙামাটি

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:১৪

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আ'লীগের জাফর বিজয়ী

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাফর আলী খান নির্বাচিত হয়েছেন।

পৌরসভার ৯ টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বির চাইতে ১৬১৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হলেন।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মাধ্যমে নবগঠিত নির্বাচন কমিশন তাদের প্রথম নির্বাচন সম্পন্ন করল।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোটগ্রহণ।

স্থানীয় সূত্রে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী জাফর আলী খান ৩ হাজার ৭৭৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ পেয়েছেন ২ হাজার ১৫৯ ভোট। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ওমর আলী পেয়েছেন ১ হাজার ৫৭৯ ভোট।

বাঘাইছড়ি পৌরসভা ২০০৪ সালে গঠিত হয়, এবং প্রাথমিক অবস্থায় সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এর সাত বছর পর স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির ২০১১ সালে নির্বাচিত হন। এ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নি।

এবারের নির্বাচনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের জাফর আলী খান, বিএনপির ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ।

আপনার মন্তব্য

আলোচিত