বেনাপোল প্রতিনিধি

২৭ মে, ২০১৭ ১৭:৪২

বেনাপোলে ৬ পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৬ পিস স্বর্ণের বার (২ কেজি ৩৮০ গ্রাম) সহ মনিরুজ্জামান (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৭ মে) বেলা ১২টায় গাতিপাড়া সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান বড়আঁচড়া এলাকার গোলজার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ দিন যাবত স্বর্ণ পাচারের সাথে জড়িত  বলে জানিয়েছে বিজিবি সদস্যরা। আটক স্বর্ণের সিজার মূল্য প্রায় এক কোটি  টাকা বলে জানিয়েছে বিজিবি।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রি তেরঘর বিজিবি পোস্টের দু’শ গজ দূরে আম বটতলা দিয়ে স্বর্ণ নিয়ে যাচ্ছেন একজন পাচারকারী। এ সময় ফোর্স নিয়ে ধাওয়া করে মনিরুজ্জামানকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় কালো কাপড়ে বাধা ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক মনিরুজ্জামান ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে মামলা করা হবে ব‌লেও তি‌নি জানান।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক কর্নেল তারিকুল হাকিম স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত