সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৭ ১৩:২২

ছাগলের মৃত্যু: ৫৭ ধারার মামলায় সাংবাদিক লতিফের জামিন

ছাগলের মৃত্যুর সংবাদ ফেসবুকে শেয়ার দেওয়ায় গ্রেপ্তার সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল জামিন পেয়েছেন

প্রতিমন্ত্রীর বিতরণ করা ছাগল মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার দেয়া সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন আদালত।

বুধবার (২ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল আমলি আদালতের (খ অঞ্চল খুলনা) বিচারক নুসরাত জাবিন এই জামিন মঞ্জুর করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এফসিডিআই প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সম্প্রতি ডুমুরিয়ায় ছাগল বিতরণ করেন। এর মধ্যে এক ব্যক্তির ছাগল মারা গেলে নিউজ করে নিজের ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন আবদুল লতিফ মোড়ল।

এ ঘটনায় খুলনার স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন স্থানীয় আরেক সাংবাদিক সুব্রত কুমার ফৌজদার।

সোমবার দিবাগত গভীর রাতে স্থানীয় দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক আবদুল লতিফ মোড়লকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় উঠে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ জানিয়েছেন, তার বিতরণ করা ছাগল মরেনি, অন্য ছাগল মরেছে এবং এতে তার মানহানিও হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত