নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৭ ০৩:২১

শেখ রাসেলের জন্মদিন আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন আজ।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমণ্ডির ‘বঙ্গবন্ধু ভবনে’ জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শেখ রাসেল।

শাহাদতবরণকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাঁকে হত্যা করে জাতির জনকের রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে, তাদের সে অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলেই সাক্ষ্য দিচ্ছে ইতিহাস।

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করবে আওয়ামী লীগ।

জন্মদিনে বুধবার সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগাস্ট নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।

পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিনের  কর্মসূচি যথাযথভাবে পালন করতে নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত