সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৭ ২১:৫৩

বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত প্রার্থনাকারী ইমাম রিমান্ডে

টাঙ্গাইলের গোপালপুরে বিজয় দিবসের কর্মসূচিতে বঙ্গবন্ধুর খুনিদের বেহেশত চেয়ে মোনাজাত পরিচালনাকারী ইমাম ফায়জুর আমিন সরকারকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতের বিচারক গোলাম কিবরিয়া শুনানি শেষে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই সোমবার ফায়জুল আমিন সরকারের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন।

গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল আটটায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পূর্বে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন গোপালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ফায়জুর আমিন সরকার

মোনাজাতে অধ্যক্ষ ফায়জুর আমিন সরকার বলেন, 'হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসীব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদেরকে বেহেশত নসীব করো।'

এ ঘটনায় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবদুল কাদের তালুকদার বাদী হয়ে শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইন-১৬ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলার আসামি ওই ইমামকে আটক করে পরদিন রোববার সকালে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত