বেনাপোল প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:১৭

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

য‌শো‌রের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল পৌর এলাকার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটেলিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করা যায় নি বলে জানিয়েছে বি‌জিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি বাগানে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে কয়েকজন একত্রিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত ক‌রে ব‌লেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হ‌বে।

আপনার মন্তব্য

আলোচিত