শাহআলম সজীব

০৩ মার্চ, ২০১৮ ১১:৪৯

৩ মার্চ ১৯৭১

১৯৭১ সালের ৩ মার্চ ইয়াহিয়া খান জাতীয় অধিবেশন আহবান করেন। জুলফিকার আলী ভুট্টো অধিবেশনে যোগদান করতে অস্বীকার করার অজুহাতে ইয়াহিয়া ৩ মার্চ অধিবেশন স্থগিত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কোন প্রকার আলোচনা না করে অধিবেশন স্থগিত করায় পূর্ব বাংলার জনগণ রাস্তায় নেমে আসে। বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন ডাক দেন।

স্লোগানে মুখরিত পুরো পূর্ব পাকিস্তান (বাংলাদেশ), শিশু থেকে বুড়ো একই স্লোগানে উজ্জীবিত।

সকলেরই এক দাবি বাঙালি তার অধিকার চাই এবং চাই। সেদিন একটি স্লোগানে উজ্জীবিত এই বাংলা, "তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব"। "শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো"।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে ২ মার্চ হরতালের সমর্থনে সেদিন বটতলায় ছাত্রদের বিশাল ছাত্রসমাবেশ হয়। স্লোগানে উত্তাল দেশ।

এরআগে ২ মার্চ হরতাল শুরু হয় এবং এই বাংলার মানুষ প্রথম দেখতে পায় তাদের পতাকা। সবুজের মধ্যে বৃত্তাকার লাল এবং ৫৬ হাজার বর্গমাইলের মানচিত্র। তৎকালীন ছাত্রলীগ নেতা এবং ডাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব প্রথম উত্তোলন করেন সেই স্বপ্নের পতাকা।

জয় বাংলার মানুষের মধ্যে জাগতে থাকে তাদের স্বাধীনতার স্বপ্ন একটি দেশ। যে স্বপ্নকে আঁকড়ে ধরে বাঙালি যেতে থাকে তাদের মুক্তির সংগ্রামে।

আপনার মন্তব্য

আলোচিত