বেনাপোল প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০১৮ ০০:১১

ভারতে পাচার হওয়া ১৮ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

দেশের বিভিন্ন সীমান্ত দি‌য়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ১৭ নারী ও এক শিশুকে তিন বছর পর বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হলেন- রংপুরের শান্তা, যশোরের আশা আক্তার, রিনা, আয়েশা, রিনা বেগম, সাতক্ষীরার রুমা, সপ্না, খুলনার সুলতানা, দোলা, নড়াইলের নাসিমা, রিক্তা, ইতি, মারিয়া, নাজমা, হালিমা বেগম, রানী, ইতি ও শিশু হালিমা।

এদের মধ্যে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ১২ জন, রাইটস যশোর চার জন ও জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে এনজিও দুই জনকে পুলিশের কাছ থেকে তত্ত্বাবধানে নিয়েছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা নারীদের মধ্যে ১৭ নারী ও একজন শিশু রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

আপনার মন্তব্য

আলোচিত