সিলেটটুডে ডেস্ক

১৪ মে, ২০১৮ ১৪:৩১

চট্টগ্রামে ইফতার সামগ্রী সংগ্রহ করতে এসে নিহত ৮

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী সংগ্রহ করতে এসে আটজন নিহত হয়েছেন। সোমবার (১৪ মে) সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানা যায়।

জানা যায়, কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থতের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে। এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২০ হাজার লোক জড়ো হয় সেখানে। অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে এ আটজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) এমরান ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আমরা আটজনের লাশ পেয়েছি।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত