সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৮ ১৫:৩৬

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। পৃথক আরেকটি দুর্ঘটনায় ট্রাকচালক ও সহকারী আহত হয়েছেন।

শুক্রবার মধ্যরাতে কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে তৈয়ব আলী ঘটনাস্থলেই মারা যান। কভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব আলম। নিহত তৈয়ব আলী সোনাগাজী উপজেলার মধ্যচরচান্দিয়া গ্রামের শফিউল্লাহর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সদর উপজেলার ছনুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে এর চালক ও সহকারী আহত হয়েছেন।

এসআই মাহবুব আলম বলেন, ধাক্কা খেয়ে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে চালক ও সহকারীকে উদ্ধার করে ফেনী সদর হাসপতালে পাঠিয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানতে পারেনি।

তিনি আরো বলেন, দুই ঘটনায় ফেনী মডেল থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত