সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০১৮ ১৩:৩১

সাজেকে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যা

রাঙামাটির জেলার পর্যটন কেন্দ্র সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) তিন কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন একজন।

সোমবার (২৮ মে) ভোরে সাজেক ইউনিয়নের দক্ষিণ ক্ষরলাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্মৃতি চাকমা (৪৭), অতল চাকমা (৩৫) ও সঞ্জীব চাকমা (৪৫)। এছাড়া আহত কানন চাকমাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউপিডিএফ-প্রসিত গ্রুপের বাঘাইছড়ি ও সাজেক ইউনিটের পরিচালক জুয়েল চাকমা এ হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে (বর্মা গ্রুপ) দায়ী করেছে।

এ ঘটনায় রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হবে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ইউপিডিএফের তথ্য ও প্রচার সম্পাদক নিরন চাকমা বলেন, জনসংহতি সমিতির সংস্কারপন্থী গ্রুপের (জেএসএস) সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এর বিচার চাই।

আপনার মন্তব্য

আলোচিত