সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৮ ১৬:৩২

শরীয়তপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আট বছর আগে শরীয়তপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত।

বুধবার (৩০ মে) শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুল ছালাম খান এ রায় ঘোষণা করেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত সুমন মাদবর ডামুড্যা উপজেলার চরমালগাও বাড়ৈই কান্দি গ্রামের মজিবর মাদবরের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে ছয়জনকে অব্যাহতি দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, সুমনের সঙ্গে একই এলাকার আইরিন আক্তার জান্নাত বেগমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে পরিবারের অমতে বিয়ে করেন তারা। এরপর থেকে সুমন ও তার বাড়ির লোকজন প্রায়ই জান্নাতকে মারধর করত।

এক পর্যায়ে জান্নাতের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে সুমন। জান্নাত টাকা দিতে ব্যর্থ হওয়ায় ২০১০ সালের ১৪ ডিসেম্বর রাতে সুমন গলায় ওড়না পেঁচিয়ে জান্নাতকে হত্যার পর লাশ পুকুরের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

ঘটনার তিনদিন পর পুলিশ জান্নাতের লাশ উদ্ধার করে। পরে স্থানীয়রা সুমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার পর জান্নাতের মা লিপি বেগম বাদী হয়ে ডামুড্যা থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। সুমন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

২০১১ সালের মার্চে তদন্ত শেষে পুলিশ আসামিদের নামে অভিযোগপত্র দিলে মামলার বিচারকাজ শুরু করে আদালত।     

আপনার মন্তব্য

আলোচিত