সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০১৮ ১৬:২৫

হবিগঞ্জ ও রংপুরে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোর ও রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুন) বেলা ১২টার দিকে প্রায় একই সময় পৃথক তিন স্থানে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

বানিয়াচংয়ের কিশোর বৃষ্টির মধ্যে হাওরে মাছ ধরছিল। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। বৃষ্টির সময় বাড়ির পাশে গরু ঘরে আনতে গিয়ে রংপুরে এক নারী মারা গেছেন। আর তরুণের মৃত্যু হয়েছে বৃষ্টির মধ্যে গোসল করার সময় ঘটা বজ্রপাতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক বলেন, পইলারকান্দি গ্রামের ধন মিয়ার ছেলে আলাউদ্দিন (১২) গ্রামের পাশে হাওরে অন্যদের সঙ্গে মাছ ধরছিল। হঠাৎ বজ্রপাতে আহত হলে সঙ্গীরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

রংপুরের বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল হক জানান, সাহাপুর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আয়েশা খাতুন (৫০) বৃষ্টির সময় বাড়ির পাশে বেঁধে রাখা গরু ঘরে নেওয়ার পথে বজ্রপাতে মারা যান। আর বাড়ির বাইরে বৃষ্টিতে গোসল করার সময় বজ্রপাতে মারা যান রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সেরহাট রহমতপুর গ্রামের সামসুল হকের ছেলে আলমগীর হোসেন (২৪)।

আপনার মন্তব্য

আলোচিত