সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০১৮ ০০:৪৮

চলন্ত ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপকারীকে পাকড়াও করলেন চালক

খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে হঠাৎ চলন্ত ট্রেন থামিয়ে পাথর নিক্ষেপকারী এক কিশোরকে আটক করেছেন ট্রেন চালক। ট্রেনটির চালকের নাম সাইদুল ইসলাম। খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলরত সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের চালক হিসেবে ছিলেন তিনি।

শনিবার (৯ জুন) দিবাগত রাতে রেলওয়ের পাকশী বিভাগের নওয়াপাড়া রেলওয়ে স্টেশন হতে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে।

আটক কিশোরের নাম আসিফুর রহমান আসিফ (১৭)। সে যশোরের নওয়াপাড়ার হাফিজুর রহমানের ছেলে।

সুন্দরবন এক্সপ্রেসের পরিচালক (গার্ড) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা হতে ছেড়ে আসা ট্রেনটি নওয়াপাড়া স্টেশন ছাড়ার পর ট্রেনচালক লোকো মাস্টার (এলএম) সাইদুল ইসলামকে লক্ষ্য করে ৪-৫ জন যুবক পাথর নিক্ষেপ করে। এ সময় অশ্লীল ভাষায় গালিগালাজও করতে থাকে।

এই অবস্থায় চালক ট্রেনটি দ্রুত থামিয়ে সহকারী লোকো মাস্টার (এএলএম) ফরজান আহমেদকে সঙ্গে নিয়ে ওই দলটিকে ধাওয়া করে। বাকিরা পালিয়ে গেলেও চালক ও ট্রেনযাত্রীরা আসিফ নামে একজনকে ধরে ট্রেনে দায়িত্বরত পুলিশের জিম্মায় দেন।

পরে যুবকটিকে যশোর রেলওয়ে জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন জানান, আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত