বেনাপোল প্রতিনিধি

০১ জুলাই, ২০১৮ ১৬:৫৮

বেনাপোলে বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি পালন

বেনাপোল বন্দর নগরীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

রোববার (১ জুলাই) সকাল ১১টায় বেনাপোল পৌরসভার প্রধান সড়কে আনন্দ র‌্যালি শেষে পৌর কনফারেন্স রুমে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সকাল সাড়ে ১১টায় বেনাপোল পৌর কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলানিউজের শুভ কামনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, সময় পাল্টেছে। আজকের খবর জানতে এখন আর কেউ কাল পর্যন্ত পত্রিকার পাতায় খবরের জন্য অপেক্ষায় থাকতে চায় না। সামনে যে দিন আসছে সেখানে সংবাদ জগতে শুধু রাজত্ব করবে অনলাইন নিউজ পোর্টাল মাধ্যমগুলো। সেখানে বাংলানিউজ তার নিজস্ব ধারাতে নির্ভরযোগ্য তথ্য প্রদানের মাধ্যমে সবার আগে সংবাদ প্রকাশে শীর্ষে রয়েছে। যা আগামী দিনগুলোতেও এমন ধারাবাহিকতা বজায় রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন । প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে মেয়র পৌর এলাকার সকল মুক্তিযোদ্ধাদের পৌর কর মওকুফ করেন।

বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বেনাপোল বন্দর পরিচালক আমিনুল ইসলাম, কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা, কাস্টমস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোস্তফা মামুন, শার্শা উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি ও পৌর আওয়ামী লীগের আহবায়ক আহাসান উল্লাহ মাস্টার, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ ও শাহ আলম হাওলাদার ।

বক্তারা বলেন, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর ও সীমান্ত এলাকা বেনাপোল। বাংলানিউজের মাধ্যমে আমরা এখানকার বাণিজ্যিক সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও সীমান্তের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেয়ে থাকি। দেশগঠন ও মানবকল্যাণে কাজ করতে বাংলানিউজ পাঠকের ভালোবাসা সাথে নিয়ে উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল ডিগ্রী কলেজের প্রভাষক ইদ্রিস আলী, পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বাজার কমিটির সেক্রেটারি আব্দুল ওয়াহেদ দুদু, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আজিবর রহমান, শার্শা বার্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক আব্দুস ছালাম গফফার, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শুকুমার দেবনাথ, সাংবাদিক এম.এ. রহিম, আনিসুর রহমান, এস.এম. স্বপন, শাহিদুল ইসলাম শাহিন, আবুল বাশার, আব্দুল জলিল, নাসির উদ্দিন, আইয়ুব হোসেন পক্ষী, নাজির হোসেন, শাহাবুদ্দিন আহম্মেদ, মাসুদুর রহমান শেখ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত