বেনাপোল প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৮ ১৫:০৯

বেনাপোলে দু’টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১শ’ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ মিলন হোসেন জন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ জুলাই) সকালে বেনাপোলের বাহাদুরপুর বাজার মোড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। মিলন বেনাপোলের পুড়াবাড়ি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে বেনাপোলের বাহাদুরপুর বাজার মোড় থেকে ওই পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে এক কেজি ১শ’ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সুবেদার মিজানুর রহমান বলেন, স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

আলোচিত