বেনাপোল প্রতিনিধি

২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৩

বেনাপোল সীমা‌ন্তে ভারতীয় আমদানি নি‌ষিদ্ধ ট্যাবলেট ও শা‌ড়ি জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৭ হাজার ২শ পিস ভারতীয় আমদানি নি‌ষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকে‌লে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে এ সব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায় চোরাচালানকারীরা ভারত থেকে মাদক ও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পুটখালী এলাকায় অবস্থান করছে। পরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মাথা থেকে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭ হাজার ২শ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ১১০ পিস শাড়ি জব্দ করা হয়।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, জব্দকৃত মালামালের সিজার মূল্য ১৫ লাখ ৪১ হাজার টাকা।

আপনার মন্তব্য

আলোচিত