বেনাপোল প্রতিনিধি

০৪ অক্টোবর, ২০১৮ ১৫:৫৬

বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা জব্দ

বেনাপোল সীমান্ত থে‌কে ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রি-পিস ও ১২০ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ত‌বে এ সময় কাউকে আটক করতে পারেনি বি‌জি‌বি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রাম থে‌কে এসব পণ্য জব্দ করা হয়।

বি‌জি‌বি জানান, গোপন খব‌রে জানা যায় চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও চা পাতা ভারত থেকে পাচার করে এনে সীমান্তের শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে ১২০ পিস শাড়ি, ১৭ পিস থ্রি-পিস ও ১২০ কেজি চা পাতা জব্দ করা হয়।

জব্দকৃত প‌ণ্যের মূল্য ৮ লাখ টাকা ব‌লে জানায় বি‌জি‌বি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত