সিলেটটুডে ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৮ ২২:২০

রাঙ্গামাটিতে আদিবাসী দুই নারীকে গলা কেটে হত্যা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার তুলাবান ইউনিয়নে আদিবাসী দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের গলা কাটা লাশ উদ্ধার করে।

নিহতরা হলেন- তুলাবান ইউনিয়নের বাসিন্দা স্থানীয় হেডম্যান ওমিয় খিসার স্ত্রী কল্পনা চাকমা (৬৭) এবং তার ছোট ভাই ধনবিন্দু খিসার স্ত্রী বিন্দা চাকমা (৫৫)।

স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, হেডম্যান অমীয় কান্তি খীসা বাঘাইছড়ির বাইরে ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় তিনি বাঘাইছড়ি ফিরে বাড়িতে তার স্ত্রীকে খুঁজতে থাকেন। এক সময় তালাবদ্ধ ঘরের দরজা খুলে তিনি ভেতরে তার স্ত্রীসহ অপর এক নারীর গলাকাটা লাশ মেঝেতে পরে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীর লাশ উদ্ধার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, দুর্বৃত্তরা অনেক আগে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। লাশ দুইটি ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর মামলা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত