বেনাপোল প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০১৮ ১৫:২২

বেনাপোলে ২ পিস স্বর্ণের বারসহ পাসপোর্টযাত্রী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থে‌কে সাইফুল ইসলাম রাজিব (৩০) নামে এক পাসপোর্টযাত্রীকে ২টি স্বর্ণের বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (৮ অক্টোবর) সকালে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত রাজিব নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার রাকিবুলের ছেলে।

কাস্টমস সূত্রে জানায়, রাজীব তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার হাঁটার গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। পরে ভারত প্রবেশের আগ মুহূর্তে ওই যাত্রীর গতিরোধ করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ২টি স্বর্ণের বার (২শ' গ্রাম ওজনের) পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী পরিচালক নিপুণ চাকমা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপ‌র্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত