সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৮ ১৬:৪৯

কিশোরগঞ্জে জোড়া খুন: ৪ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে জোড়া খুনের মামলায় চারজনকে ফাঁসি এবং ২১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ অক্টোবর) জেলার তৃতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় দেন।

দণ্ডিত ২৫ আসামির সবাই রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায়ের পরপরই তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন- আলামিন, মিজানুর রহমান, নাজমুল ও স্বপন মিয়া। এই রায়ে বিচারক ২৫ আসামির সবাইকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

২০১২ সালের ২৪ আগস্ট করিমগঞ্জ উপজেলার দেহুন্দা গ্রামের কোবাদ মিয়া ও জাকারুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।

জজ আদালতের পিপি শাহ আজিজুল হক মামলার নথির বরাত দিয়ে জানান, কোবাদ মিয়ার ভাতিজার মোবাইল ফোন চুরি হলে চোর খুঁজতে গিয়ে দ্বন্দ্ব বাধে। এর জেরে কোবাদ ও জাকারুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে গুরুতর আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় কোবাদ মিয়ার স্ত্রী সুজাতা আক্তার থানায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণে ২৫ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করে আদালত এই রায় দিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত