বেনাপোল প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৮ ১৫:৫৮

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশি আটক

অবৈধ পথে ভারত থে‌কে পারাপারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।  তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- রাহেলা বেগম (২২), টিটু (২৮), রফিকুল ইসলাম (৪০), লিটন (২৩) ও শিশু সোহাগী (০৩)। এদের বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের ভেতর থেকে ৫ বাংলাদেশিকে আটক করে। এরআগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবির পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত