সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৮ ১৪:২৫

ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্যের আত্মসমর্পণ

কক্সবাজারের মহেশখালীতে উপকূলীয় এলাকার ছয় দস্যু বাহিনীর ৪৩ সদস্য আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২০ অক্টোবর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা। মহেশখালীতে এ আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব।

এসময় আলোচিত সন্ত্রাসী গ্রুপ কালাবদা বাহিনী, জালাল বাহিনী, আনজু বাহিনী, রমিজ বাহিনী, আলা উদ্দিন বাহিনী ও আয়ুব বাহিনীর ৪৩ জন সদস্য আধুনিক এসএমজিসহ ৯৪ টি অস্ত্র ও ৭ হাজার ৬ শত ৩৭ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে তালিকাভুক্ত এসব সন্ত্রাসী তাদের অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় জানিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র‌্যাব-৭ এর প্রধান লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

কক্সবাজারের উপকূলীয় মহেশখালী-কুতুবদিয়া দ্বীপসহ উপকূলীয় এলাকায় একাধিক সন্ত্রাসী বাহিনী সক্রিয় ছিল। এই দস্যু বাহিনীগুলো সমুদ্র উপকূলীয় পাহাড়ি এলাকায় ত্রাস চালিয়ে আসছিল। গত কয়েকদিন আগেও মহেশখালীর সোনাদিয়াসহ আশপাশের এলাকায় একাধিক ট্রলার দস্যুতার শিকার হয়। একইভাবে উপকূলে সন্ত্রাসী গ্রুপগুলোও ধারাবাহিকভাবে সন্ত্রাস করে আসছিল।

এদিকে মহেশখালী-কুতুবদিয়া এলাকার এসব সন্ত্রাসী আইনের আওতায় আসার ঘটনায় খুশি উপকূলীয় এলাকার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত