সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৮ ১৬:৪১

আশুগঞ্জের ৯টি ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু, বন্ধ আরও ৫টি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিটে যান্ত্রিক ক্রটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু হয়েছে। বন্ধ রয়েছে আরও ৫টি ইউনিট।

রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ৯টি ইউনিট উৎপাদনে ফেরানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. শাহ আলম খান জানান, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে কারখানার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, কারখানার প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে ৯টি ইউনিটে উৎপাদন চালু করেন। এখন বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন।

বন্ধ থাকা ইউনিটগুলোর ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছে জানিয়ে শাহ আলম জানান, বিকালের মধ্যেই সেগুলো চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত