সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৮ ১৬:৩৩

বরিশালের মেয়রের শপথ গ্রহণ

নির্বাচিত হওয়ার আড়াই মাস পর বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিলেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সোমবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে বরিশালের নতুন মেয়রকে শপথ পড়ান।

এই অনুষ্ঠানেই বরিশাল সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব জাফর আহমেদ খান।

শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। সুতরাং জনগণের চাওয়া বুঝতে হবে। কীসে জনগণের কল্যাণ সেটা অনুধাবন করতে হবে। আমরা সরকার গঠনের পর নানাবিধ উন্নয়নে কাজ করে যাচ্ছি। বরিশাল খ্যাত ছিল শস্যভাণ্ডার নামে। এই নামটি একসময় হারিয়ে যায়। আমরা আসার পর ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী উদ্যোগ গ্রহণ করি।

প্রসঙ্গত, ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাদিক আব্দুল্লাহ ৮৭ হাজারের বেশি ভোটে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ারকে পরাজিত করেন।

বিএনপি এবার প্রার্থী বদলে সাবেক মেয়র সরওয়ারকে ফিরিয়ে আনে। অন্য দিকে হিরনের মৃত্যুতে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে আনে ৪৩ বছর বয়সী সাদিক আবদুল্লাহকে, যিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবারিকভাবে রাজনীতিতে সম্পৃক্ত সাদিকের জন্য এটাই ছিল প্রথম ভোটের লড়াই। তার বাবা আবুল হাসানাত আবদুল্লাহ দীর্ঘদিন ধরে বরিশালের আগৈলঝারা-গৌরনদী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তিনি সংসদের প্রধান হুইপও ছিলেন এক সময়।

আপনার মন্তব্য

আলোচিত