সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৮ ১৭:০৬

মানিকগঞ্জে কলেজছাত্র হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে এক কলেজছাত্র হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার (২২ অক্টোবর) মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ শহীদুল আলম ঝিনুক এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাদশা মিয়া, লাল মিয়া, আনোয়ার হোসেন ও আজগর চৌধুরী ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুস সালাম জানান, মৃত্যুদণ্ড ছাড়াও বিচারক তাদের ২০ হাজার অর্থদণ্ড দিয়েছেন আদালত। আর যাবজ্জীবনপ্রাপ্ত আক্তার হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিনজনকে খালাস দিয়েছেন।   

রায় ঘোষণার সময় বাদশা মিয়া ও লাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে পিপি আব্দুস সালাম জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর মানিকগঞ্জ খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. মনির হোসেনকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে তারা টাকা দিতে রাজি হন। কিন্তু পূর্ব পরিকল্পনা অনুযায়ী মনিরকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয় আসামিরা।  

পরদিন মনিরের মা মালেকা বেগম বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করলে বাদশাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ১২ সেপ্টেম্বর বংশি নদীর ভাষা শহীদ রফিক সেতুর কাছ থেকে মনিরের লাশ উদ্ধার করে পুলিশ। ২০১৫ সালের ৫ অক্টোবর বাদশা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

আপনার মন্তব্য

আলোচিত