সিলেটটুডে ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৩

২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিজিবি সদস্য

ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় ২ হাজার পিস ইয়াবা বড়ির চালানসহ বিজিবির একজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে টেকনাফের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক সড়কে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

তাঁর নাম মোহাম্মদ এনামুল হক (৩৫)। তিনি ঢাকার কাফরুল এলাকার বাসিন্দা হামিদুল হকের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া এনামুল টেকনাফ-২ বিজিবিতে কর্মরত একজন সিপাহী। তাঁর পরিচয় নম্বর ৭৫৭২১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসে করে ইয়াবার চালান পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে থানা-পুলিশের একটি বিশেষ দল হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালালে ওই ব্যক্তির ব্যাগের ভেতর থেকে ১০টি নীল রঙের ছোট প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতর ২ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশকে জানান, তিনি টেকনাফ-২ বিজিবির একজন সদস্য। পরে রাত ১টার দিকে আইনগত ব্যবস্থা নিয়ে এনামুল হককে টেকনাফ-২ বিজিবির কাছে সোপর্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত