সিলেটটুডে ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৪

নরসিংদীতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে নারীসহ নিহত ৪

নরসিংদীর শিবপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দ নগর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।  তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেকিং করার সময় বিপরীত দিক সিলেট থেকে ঢাকাগামী নিরাপদ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রীসহ তিন জন নিহত হন।

দুর্ঘটনায় আহত হন আরও ১২ যাত্রী। আহতদের দ্রুত উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

পরে ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও শিবপুর এবং নরসিংদীর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং আহতদের নরসিংদী জেলা হাসপাতালে পাঠান। আশঙ্কাজনক অবস্থায় আটজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়।

তিনি জানান, মহাসড়ককে যান চলাচল সচল রাখতে সড়কের ওপর থেকে দূর্ঘটনাকবলিত বাস দুটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত