সিলেটটুডে ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৮ ১৪:৪৯

সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পুলিশের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। খবরে প্রকাশ, রাস্তায় গাছ ফেলে পুলিশের গাড়ি থামিয়ে এই হামলা করা হয়। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়চওনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমীর হোসেন।

পুলিশ জানায়, বুধবার রাত ১২টার দিকে সখীপুর থানা পুলিশ টহল দিতে পিকআপ ভ্যান নিয়ে উপজেলার বড়চওনা এলাকায় যাচ্ছিল। পুলিশের গাড়িটি সখীপুর-সাগরদিঘী সড়কের বড়চওনা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে গাছ ফেলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ককটেল ফাঁটালে পুলিশ আত্মরক্ষার্তে ১৯ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে পুলিশ।

ওসি আমীর হোসেন বলেন, ‘হামলার ঘটনায় পিকআপ ভ্যান ভাঙচুরসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মন্তব্য

আলোচিত