সিলেটটুডে ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:১৭

গাজীপুরে পোশাক শ্রমিকের বিক্ষোভে কাঁদুনে গ্যাস, আহত ১০

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ কাঁদুনে গ্যাস ছড়িয়ে এবং লাঠি চালিয়ে থামিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন ১০ শ্রমিক।

রোববার (২৩ ডিসেম্বর) সকালে রাজেন্দ্রপুরে তৈরি পোশাক কারখানা এন এ জেডের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে একটি মোটরসাইকেল ও কাভার্ডভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি একটি লেগুনাও ভাঙচুর করেন।

জয়দেবপুর থানার এসআই মো. জাফর জানান, সকালে কারখানাটির শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। শ্রমিকরা কারখানার সামনে একটি মোটরসাইকেল ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ এবং লেগুনা ভাংচুর করে। পরে অন্য শ্রমিকরা গাড়ির আগুন নেভায়।

তিনি আরও বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের শিল্প পুলিশ কাজে ফিরে যেতে বললেও তারা রাজি হয়নি। পরে টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় ১০ জন শ্রমিক আহত হন।

আপনার মন্তব্য

আলোচিত