সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০১৮ ১২:৪২

গাজীপুরে পাটকলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে একটি পাটকলে বড় ধরনের অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ পাটপণ্য পুড়ে গেছে।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার কেওয়া বাজার এলাকার সারাহ কম্পোজিট মিলস লিমিটেডে এ আগুন লাগে।

বেলা সোয়া ১১টায় জয়দেবপুর, শ্রীপুরের মাওনা ও ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের আটটি ইউনিট সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, প্রথমে ওই কারখানার শেডে আগুন লাগে এবং দ্রুত তা গুদামে ছড়িয়ে পড়ে। গুদামে পাট, সুতা ও পাটজাত পণ্যসহ বিভিন্ন দাহ্য উপকরণ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

তিনি আরও বলেন, আগুনে কারখানা শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত