সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৮ ১২:২৭

গাজীপুরে আগুনে পুড়ল শ্রমিক কলোনির ১৮২ ঘর

গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন লেগে ১৮২টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভোরে শহরের চক্রবর্তী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয়রা বলছেন, এ কলোনিগুলোতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকত।

সাভার ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, প্রথমে আনোয়ারা বেগমের মালিকানাধীন কলোনির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা পাশের আলী হোসেন, আমজাদ হোসেন, ফাতেমা বেগম, খাদিজা বেগম, রাহেলা ও লুৎফর রহমানের মালিকানাধীন শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার স্টেশনের তিনটি এবং কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিস্তু ততক্ষণে কলোনির ১৮২টি ঘর এবং ঘরে থাকা টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আপনার মন্তব্য

আলোচিত