সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৯ ১৫:৫৯

ভোটের দিন গাজীপুরে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

গাজীপুরে ভোটের দিন যুবলীগ কর্মী মো. লিয়াকত হোসেন হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এখন পর্যন্ত মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে নিহতের বড়ভাই মো. আইয়ুব রানা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

গাজীপুর শহরের আবদুল হাই মেম্বারের ছেলে এবং গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি এবং মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদের বড় ভাই লিয়াকতকে রোববার ভোটের দিন কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও দুইজন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমির চন্দ্র সূত্রধর বলেন, এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে মামলার দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. রফিজ উদ্দিন জানান, শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার দুপুরে ভোট চলাকালীন সময় কেন্দ্রের বাইরে যুবলীগের কর্মীদের উপর একদল যুবক হামলা করে। এতে লিয়াকতসহ মো. আশরাফ, খায়রুল ইসলাম ও গণি মিয়া আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর লিয়াকতের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত