সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৯ ১৬:২০

ইটভাটায় ট্রাক উল্টে ১৩ শ্রমিকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় ঘুমন্ত শ্রমিকদের উপর কয়লাবাহী ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় আরও দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় কাজী অ্যান্ড কোং নামক ইট ভাটার পাশে এ ঘটনা ঘটে বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ।

নিহতরা হলেন, বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)। নিহতরা সবাই ওই ইটভাটার শ্রমিক।

ওসি জানান, ওই ট্রাকে করে ভাটার জন্য কয়লা নিয়ে আসা হয়েছিল। কয়লার স্তূপের পাশেই একটি ঘরে শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিল ভাটার মালিকপক্ষ। ঘটনা যখন ঘটে তখন শ্রমিকরা ভেতরে ঘুমচ্ছিলেন। ট্রাকের চালক কয়লা নামানোর জন্য ব্যাক গিয়ারে স্তূপের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি তখন উল্টে ওই ঘরের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক শ্রমিক।

আপনার মন্তব্য

আলোচিত