সিলেটটুডে ডেস্ক

১২ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:২৫

জ্বলন্ত মাইক্রোবাসে তিনজনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের পর একটি মাইক্রোবাসে আগুন ধরে তিনজনের মৃত্যু হয়েছে। দুবাই থেকে দেশে আসা ছেলেকে বাড়িতে নিতে আসতে সপরিবারে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নিজামপুর কলেজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই মাইক্রোবাস থেকে দুটি শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

নিহত স্বামী-স্ত্রী হলেন আবদুর রহমান (৬৫) ও কুলসুম বেগম (৫৫)। চালকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, আব্দুর রহমানে ছেলে দুবাই থেকে দেশে ফিরেছেন। তাকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় গ্রামের বাড়িতে নিয়ে আসতে দুই নাতিসহ পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছিলেন স্বামী-স্ত্রী।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন জানান, মাইক্রোবাস ও কভার্ড ভ্যান দুটোই চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে কভার্ড ভ্যানের পেছন দিকে সজোরে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি আটকে যায়। ওই অবস্থায় মাইক্রোবাসটিকে বেশ কিছুটা পথ টেনে নিয়ে যায় কাভার্ডভ্যানটি। এর মধ্যে মাইক্রোবাসে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, মাইক্রোবাসের আরোহীদের মধ্যে তিনজন গাড়ির ভেতরেই জীবন্ত দগ্ধ হয়।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা প্রবাসীর ছেলে রনি (১২) ও রাসেল (১০) নামে দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মিরসরাই থানার ওসি জাহিদুল কবির জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত ওই এলাকা ত্যাগ করে। সংঘর্ষের ফলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় ওই মাইক্রোবাসে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত