সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৪:২৬

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে। এদিকে নিহত বেলাল হোসেনকে মাদক চোরাকারবারি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, এসময় ঘটনাস্থল থেকে সাত হাজার পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন, দু’টি কিরিচ, নগদ ৩ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে। বেলাল লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহপুরের আবুল বাশারের ছেলে।

টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক আসাদুদ জামান চৌধুরী জানান, ইয়াবাসহ বিজিবির হাতে আটক বেলালকে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে খারাংখালী এলাকায় ইয়াবা উদ্ধার অভিযানে যায় বিজিবি। এসময় ওইস্থানে আগে থেকে উৎপেতে থাকা তার সহযোগীরা বিজিবিকে লক্ষ্য গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। উভয়পক্ষের গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হন বেলাল। এসময় তার সহযোগীরা পালিয়ে যান। পরে বেলালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত