সিলেটটুডে ডেস্ক

০৩ মার্চ, ২০১৯ ১৪:২৮

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ এমএন লারমার দুই কর্মী গ্রেপ্তার

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা অনুসারী অংশের দুই কর্মীকে চট্টগ্রাম থেকে অস্ত্র ‍ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সকালে নগরীর চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি টেক বাজারের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুজন হলেন- রাঙামাটির সদরের চিররতী চামকা (২৩) ও খাগড়াছড়ি গুঁইমারার মিন্টু চাকমা (২৭)।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মিজানুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিঅ্যান্ডবি টেক বাজারের ওই বাসায় অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে একটি কাটা রাইফেল, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলেছে, চট্টগ্রামে থেকে তারা সংগঠনের কাজ চালিয়ে আসছিল।

এর আগে ১১ ফেব্রুয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি এলাকার বেমকো মিটার ফ্যাক্টরির সামনে একটি অটো রিকশা তল্লাশি করে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ পলাশ কুসুম চাকমা ও ইন্দ্ররাজ চাকমা নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

তারাও নিজেদের পাহাড়ি সংগঠন জেএসএসের (এমএন লারমা) কর্মী বলে দাবি করেছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত