সিলেটটুডে ডেস্ক

০৬ মার্চ, ২০১৯ ১২:৪৮

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর গুলশান ও বংশালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে নর্দ্দা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুর্য নিহত হন।

গুলশান থানার এসআই শেখ ফারুক জানান, তুর্যর সঙ্গে থাকা ফারদিন খান নামে আরেকজন এ ঘটনায় আহত হন। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরে ৫টার দিকে বংশালের আলুবাজার মোড়ে অপর দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ছাত্র শাকিল আহম্মেদ তুর্য (২২) এবং একটি আসবাবপত্র নির্মাতা কোম্পানির ট্রাকের হেলপার আব্দুর রহমান (৪০)।

বংশাল থানার পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম বলেন, ট্রাকে মালামাল তোলার সময় আব্দুর রহমান পেছন থেকে আসা আরেকটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আব্দুর রহমানকে ধাক্কা দিয়ে মাটিবাহী ট্রাকটি দ্রুত পালিয়ে যায় বলে জানান পরিদর্শক আলীম।

আপনার মন্তব্য

আলোচিত