সিলেটটুডে ডেস্ক

১৬ মার্চ, ২০১৯ ১৪:২৯

সীতাকুণ্ডে লোহা গলানোর কারখানায় দগ্ধ ৬ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিত্যক্ত জাহাজের লোহা গলানোর একটি কারখানায় দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন ছয়জন শ্রমিক।

শনিবার (১৬ মার্চ) ভোরে শীতলপুর অটো স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরলেও চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) জব্বারুল ইসলাম বলেন, পুরনো জাহাজ থেকে লোহা কেটে গলানো হত ওই কারখানায়। এই কাজ করার সময় গলন্ত লোহা ছিটকে গাড়ে পড়লে আহত হন ছয় শ্রমিক।

আহত শ্রমিকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা জব্বার।  

আহত শ্রমিকরা হলেন- রিয়াজ হোসেন (২৫), মাঈনুদ্দীন (২৫), মোহাম্মদ মিয়া (৩৫), আমজাদ হোসেন (৪০), শাহ আলম (৫৫) ও জাকির হোসেন (৩২)।

চমেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শাহ আলম ও জাকির প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত