সিলেটটুডে ডেস্ক

২২ মার্চ, ২০১৯ ১২:২১

টুঙ্গিপাড়ায় সুলতান মনসুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছান।

বহিষ্কৃত এই গণফোরাম নেতা বলেন, শুক্রবার সকালে তিনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন।

এর আগে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন মনসুর।

ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মনসুর গত নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। এরপর ঐক্যফ্রন্ট গঠিত হলে তিনি জোটের শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির সদস্য হন।

নির্বাচনের আগে তিনি গণফোরামের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে ঐক্যফ্রন্টের সমর্থন পান। গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন।

নির্বাচনের পর থেকেই শপথ নেয়ার পক্ষে অবস্থান নেন তিনি। এ নিয়ে বিরোধ দেখা দেয়ায় নির্বাচনের পর থেকে ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে অংশ নেননি এই নেতা।

গত ৭ মার্চ তিনি জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথগ্রহণ করেন। পরে তার দল গণফোরাম থেকে বহিষ্কৃত হন।

আপনার মন্তব্য

আলোচিত