সিলেটটুডে ডেস্ক

৩০ মার্চ, ২০১৯ ১৩:৫২

দই খেয়ে ‘বিষক্রিয়ায়’ ছেলেসহ দম্পতির মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযুথরী গ্রামে দই খেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটেছে। পরে শনিবার (৩০ মার্চ) সকালে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৃতরা হলেন- অর্জুন সরকার (৩০), তার স্ত্রী তিথী সরকার (২৩) ও ছেলে অনন্য সরকার (৩)।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার অর্জুন সরকার হাট থেকে দই কিনে নিয়ে আসেন। রাত ৮টার দিকে রাতের খাবারের পর তারা তিনজনই দই খান। এর কিছুক্ষণ পরে দইয়ের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। রাতেই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাদের।

তিনি জানান, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অর্জুন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যন্য সরকাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে অর্জুন, পরে অন্যন্য সরকার ও শেষে তিথি সরকার মারা যান। এই ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত