সিলেটটুডে ডেস্ক

০৩ এপ্রিল, ২০১৯ ১৬:০৭

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে ‘যৌথ বাহিনীর’ গোলাগুলিতে বান্দরবানের লেমুছড়িতে একজন নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি এলাকায় মিয়ানমার সীমান্তের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জ্ঞানশংকর চাকমার (৪৫) বাড়ি রাঙ্গামাটি জেলায় বলে জানালেও তাৎক্ষণিকভাবে তার ঠিকানা বলতে পারেননি তিনি।

সেনাবাহিনীর বান্দরবান অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা সীমান্তে অবস্থান নেওয়ায় সেখানে এই অভিযান চালানো হয়। অভিযানে সেনাসদস্য, র‌্যাব ও বিজিবির যৌথ বাহিনী অংশ নেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে জ্ঞানশংকর চাকমা নিহত হন।

পরে ওই এলাকা থেকে সাতটি এসএমজি, ১১টি ম্যাগজিন, ৪৩৭ রাউন্ড গুলি ও চার লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক থেকে নির্বাচনী দায়িত্ব পালন শেষে খাগড়াছড়ি ফেরার পথে পোলিং অফিসারসহ সাতজন ব্রাশ ফায়ারে নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত