সিলেটটুডে ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৯ ১২:০০

গাইবান্ধায় বাস উল্টে নিহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার কালিতলা এলাকার জুম্মারঘর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আমিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচ দ্রুত গতিতে যাওয়ার সময় জুম্মারঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম ও টাঙ্গাইলের সুনীল কুমার।

আহত যাত্রীরা জানান, বগুড়া থেকেই বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বেপরোয়া গতিতে চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত