সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৯ ০৯:৫১

রাজধানীতে ডিভাইডারে বাসের ধাক্কা, যাত্রী নিহত

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দ্রুত গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে কারওয়ানবাজার মোড় থেকে ফার্মগেইটের দিকে কিছুটা এগিয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, নিহত যাত্রীর নাম জরিনা বেগম (৬০)।

এ ঘটনায় আহত তার মেয়ে বেবী আক্তারকে (২০) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মেট্রোরেল নির্মাণ কাজের জন্য কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ওই এলাকায় সড়কের মাঝে কংক্রিটের ডিভাইডার বসানো হয়েছে। মতিঝিল থেকে মিরপুরগামী বিকল্প পরিবহনের বাসটি ওই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

এতে বাসের সামনের দিকে চালকের পাশের আসনে বসা মা-মেয়ে ধাক্কা খেয়ে হতাহতের এই ঘটনা ঘটে বলে পরিদর্শক বাচ্চু জানান। বাসের আরও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত