সিলেটটুডে ডেস্ক

০৭ এপ্রিল, ২০১৯ ১১:৫৫

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে ‘ডাকাতের’ মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৭ এপ্রিল) ভোরে সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় সয়দাবাদ-বেলকুচি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম শরিফ (২৫) ময়মনসিংহ জেলা সদরের হাসমত আলীর ছেলে। সিরাজগঞ্জ সদরের সারটিয়া এলাকায় মামার বাড়িতে থাকতেন তিনি।

পুলিশ জানায়, শরিফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, শরিফকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার বর্ণনায় সদর থানার এসআই আনিছুর রহমান বলেন, একটি ‘সংঘবদ্ধ ডাকাতদল’ দীর্ঘদিন ধরে সয়দাবাদ-বেলকুচি সড়কে ছিনতাই-ডাকাতি করে আসছিল। ভোরে সেখানে গাছের গুঁড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি করে।

এ সময় শরীফুলের ডান পায়ের হাঁটুর উপর একটি গুলি লাগে বলে এসআই জানান।

আপনার মন্তব্য

আলোচিত